কবিতা ।। রবীন্দ্রনাথ ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। রবীন্দ্রনাথ ।। প্রতীক মিত্র




তাও...অনেক দিন তো হল! ট্রাফিকেও জায়গা হয়ে গেছে আপনার
শহীদ কাদরি যেমনটা ভেবেছিলেন।
গণতন্ত্রীকরণের ড্রিলিং মেশিনে, ফিউশনে আপনার ধ্রুপদী বাহারকে 
আকার-আকৃতি দেওয়ার কাজও প্রায় শেষ।
সংস্কৃতির কি যানজট ছেড়েছে?
মসৃণ যাতায়াত হলে
আসা-যাওয়া, যাওয়া-আসায় বেশ একটা স্বাভাবিকতা আসে।
সেই সব রাবীন্দ্রিক স্থিরতা, অবসর কে আর চায়?
আপনি লাল নীল আলো দিয়ে গান শুনিয়ে
পরিস্থিতিটাকে অভ্যেসের মতন করে দেবেন এটাই সবার বিশ্বাস।
আপনাকে নিয়ে আমাদের গর্ব ছাড়া আর কিই বা আছে?
চট করে ব্যবহার করে মাটিতে নামিয়ে 
চর্চা যদি হয় সেই আশায় 
শেষমেশ ট্রাফিকেও জায়গা দিয়েছে আপনাকে।
সংস্কৃতির যানজট ছাড়ান আপনি!

====================

প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ





































































































No comments:

Post a Comment