ছড়া ।। চার কবি ।। বদরুল বোরহান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

ছড়া ।। চার কবি ।। বদরুল বোরহান




"তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে" 
ওইখানে  কার বাড়ি?
এটাই রবির জোড়াসাঁকো
আলোর কাড়াকাড়ি। 

কে লিখেছে "লিচু চোর" আর
করলো কে সব চুরি?
আসানসোলে যেই ছেলেটা
বানাতো গোল পুরি।

আসমানীরে কোথায় পাবো?  
"সোজন বেদের ঘাট"-এ?
পল্লী কবির ভালোবাসা
"নক্সি কাঁথার মাঠ"-এ।

নদীর ধারে বটের সারি
নদী কপোতাক্ষ,
মধু কবির সাগরদাঁড়ি
আছে কালের স্বাক্ষ্য।

দুখু, রবি, জসিম, মধু
এ চার কবিরত্নে,
কাব্য-গানে এদেশটাকে
সাজায় অতি যত্নে।।
 
     ---------------
 
বদরুল বোরহান
কাজী গার্ডেন (৪/সি)
৩১,আজিমপুর রোড
ঢাকা-১২০৫, বাংলাদেশ 

No comments:

Post a Comment