ছড়া ।। মা ।। অনিশা মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

ছড়া ।। মা ।। অনিশা মন্ডল




ঐ আকাশের মেঘ যেন মা
তোমার এলোচুল,
তোমার খুকু ঠিক ধরেছে
হয়নি কোন ভুল।

 কখন যে মা হারিয়ে গেলে
আমায় একা ফেলে,
তোমার খুকু ভাসছে এখন
আপন চোখের জলে। 

ফুল হয়ে মা দুঃখগুলো
শুধুই কেন ঝরে,
কেউ তো আমায় দেখে না যে 
তোমার মত করে।

চলার পথে হোঁচট খেলে
কেউ ধরে না হাত,
কেউ ভাবেনা কখন কি খাই 
কেমনে কাটে রাত।
 
===============
 
 
Anisha Mandal
 Fulia, Nadia.

No comments:

Post a Comment