কবিতা ।। বঙ্গবন্ধু ।। অবশেষ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। বঙ্গবন্ধু ।। অবশেষ দাস


বঙ্গবন্ধু

অবশেষ দাস


তোমার নামে সূর্য ওঠে
কালজয়ী সংগ্রামে
পদ্মা-গঙ্গা এক হয়ে যায়
বঙ্গবন্ধু নামে।

তোমার নামে সগৌরবে
বাংলার মাটি কাঁদে
এপার ওপার সব মুছে যায়
সমবেত গান বাঁধে।

তোমার নামে বাংলাদেশের
ইতিহাসের পাতা
বিশ্বজনীন মানবতায়
ছড়াচ্ছে নম্রতা।

তোমার নামে স্বাধীনতা
জাতির জনক তুমি
বাংলার মুখ বাংলার সুখ
স্বদেশ পুণ্যভূমি।

তোমার বুকে রক্ত ঝরে
আগুন নিরবধি
বঙ্গবন্ধু উচ্চারণে
সবার চোখে নদী।
 
===========

No comments:

Post a Comment