কবিতা ।। সময় শুধু বেদনায় নীল ।। অভিজিৎ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, May 16, 2022

কবিতা ।। সময় শুধু বেদনায় নীল ।। অভিজিৎ হালদার

 

সময় শুধু বেদনায় নীল

অভিজিৎ হালদার


সময় শুধু বেদনায় নীল
আকাশের তারাগুলি খুঁজছে পথ
বেঁচে থাকা জীবন্ত মানুষের ভিড়ে
আমি ভালোবাসি সেই মেয়েটিকে হলুদ গোলাপ বৃক্ষের ফুল দিয়ে।
যতটা মন বাড়িয়ে ছুঁয়ে ফেলি তোমার মনকে
তুমি কি ততটা মন বাড়িয়ে মনে করো আমাকে!!
কি নিদারুণ এই শহরের সমবেদনা
পাওয়া অ-পাওয়ার অপেক্ষার মৌন মিছিল
আজো পথের বাঁকে জীর্ণ গাছটি দাঁড়িয়ে কাঁদে
ঈগলের ডানার পালকের ছায়ার সমীচীন চাদরে।
আমার শহীদ মিনারে হয়তো তুমি ফুল দিয়েছো
অথচ সেই ফুল দিয়েই তুমি অন্যের পথ সাজিয়েছো
সাদা শঙ্খচিলের পালকের আড়ালে।
অনেক পথ পাড়ি দিয়ে এসেছি আমি
চাইনি কখনো ভালো হতে
আমি আজীবন ধরে চেয়েছি বিষণ্ণ ফাগুনের ছাপ
আমার দুঃখ ঢাকার মিথ্যা হাসিতে।।
_______________________

Name-Abhijit Halder
Vill-Mobarockpur
Nadia, West Bengal

No comments:

Post a Comment