বাংলাদেশের জাতীয় কবি রূপে
সম্মানীয় কাজী নজরুল ইসলাম,
দুই বাংলার সম উজ্জ্বল নক্ষত্ররে
প্রতিবাদী প্রাণে দীপ্তিময় সেলাম।
তোমারি সৃজনে স্বর্গ এ মাতৃভূমি
রহিব চিরকাল তোমার চরন চুমি,
বিরহ কাব্যডালিতে ভরায়ে প্রাণ
তব সুশিক্ষায় গাহি সাম্যের গান।
তুমি প্রতিভাবান সঙ্গীতজ্ঞ দার্শনিক
উপন্যাসিক নাট্যকার সাংবাদিক,
বাংলা কাব্য গানে সমভাবে সমাদৃত
স্বসুরে গান নজরুলগীতিতে পরিচিত,
কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গি প্রস্ফুটিত
তাই বিদ্রোহী কবি রূপে আখ্যায়িত।
মানুষের উপর অত্যাচার অবিচার
শোষণের বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চার,
ব্রিটিশের বিপক্ষে প্রত্যক্ষ সংগ্রামে
কবিতাই ছিল একমাত্র হাতিয়ার।
তব কলমে গর্জে ওঠা ভাঙার গান
বিদ্রোহী অগ্নিবীনা ধূমকেতুর বাস,
সাম্রাজ্যবাদের বিরোধিতায় সাদর
বন্দীত্বে রাজবন্দী লিখে কারাবাস।
রাজবিদ্রোহী রূপে সোচ্চারিত বাণী
"অপ্রকাশিত সত্যকে করি প্রকাশ,
অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানেরই তরে
ভগবান প্রেরিত কাব্যিক বিকাশ।"
ধর্ম লিঙ্গ ভেদের উর্দ্ধে তব অবস্থান
চেতনে চিন্তনে তারই প্রকৃষ্ট উদাহরণ,
মুসলিমগীতি তথা গজল শ্যামাসঙ্গীত
হিন্দু ভক্তিগীতি রূপে অনবদ্য সৃজন।
লেখনীর পরতে সাম্যবাদের জয়গান
একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান,
ঘটিয়ে আরবি বাংলা ভাষার সংমিশ্রন
নিজ পুত্রের সুন্দর সাবেকি নামকরণ।
তোমার মহান সৃষ্টি কীর্তি সৃজন রবে
মোদের অনন্ত চেতনে মননে নীরবে,
মহতীর জন্ম আছে,কভু মৃত্যু নাই
বিশ্ব প্রকৃতিতে অমর অক্ষয় তাই।
হে কবি,এমন জীবন করিলে গঠন
ত্যাজিলে দেহ, স্মরিছে এই ভুবন,
শিল্পী সদা হৃদ গগনে বিরাজমান
চিরস্মরণীয় তব অমূল্য অবদান।।
======================
#শুভ্রা#
Chuchurah Hooghly
No comments:
Post a Comment