সহজ ছড়া ।। জগদীশ মাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

সহজ ছড়া ।। জগদীশ মাল

মাগো তোমার পায়ে পড়ি
পড়াও না মা এমন ছড়া
যে ছড়াটা জলের মতো
সহজসরল নয়তো কড়া।
যে ছড়াটার ছন্দে ছন্দে
ফুল পাখিরা মিষ্টি হাসে
তেমন ছড়া পড়লে মাগো
দুইটি চোখে স্বপ্ন ভাসে।
তেমন ছড়া আছে মাগো
ঠাকুর রবির সহজপাঠে
রবির ছড়া কাছে পেলে
পড়ায় পড়ায় বেলা কাটে।
দুষ্টুমি আর করবোনা মা
সহজপাঠের ছড়া পড়ে
বাবার মতো মানুষ হবো
নিজের জীবন নেবো গড়ে।

================


জগদীশ মাল
গ্রাম+পোস্ট -জালালসী
থানা -পাঁচলা
জেলা -হাওড়া
পিন নং-711411


No comments:

Post a Comment