কবিতা ।। মানুষের কবি নজরুল ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। মানুষের কবি নজরুল ।। অশোক দাশ


'ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন',
ডাস্টবিন খুঁটে ক্ষুন্নি নিবৃত্তি মানুষ- সারমেয় চরম দুর্দিন।
দুখু মিঞার শরিক এখনও পোড়া দেশে কত অভাজন,
অভাবের তাড়নায় কৈশোর শেকলে বাঁধা জীবন অকাল বিসর্জন।
সাম্যের গায়ে বিভেদের রক্ত ভাঙেনি মন্দির- মসজিদের তালা,
জাতপাত অস্পৃশ্যে কলুষিত অন্ধ আবেগে আঁধারে পথ চলা।
কবি, উন্নত শির আজ সন্ত্রাসের বলি কাটে অন্ধ কারাগারে,
কারার লৌহ কপাট ভাঙার ব্যর্থ অভিযান গণতন্ত্রের গ্যাড়াকলে।

'সৃষ্টি সুখের উল্লাসে' যারা যোগায় অন্ন তোমার বলরাম রাজপথে মরে,
ভগবান বুকে কে আঁকবে পদ-চিহ্ন !নজরুল, আছে কার সাহস ধড়ে!!
কামান্ধের কামানলে যারা কাঁদে যন্ত্রনায়  তারাই সৃষ্টি- প্রকৃতি -পরিত্রাতা,
তোমার চোখে বারাঙ্গনা পবিত্র শুচিশুভ্র জননী- জায়া- দুহিতা ।
সুন্দরের পূজারী তুমি মানবতার উজ্জ্বল জ্যোতিষ্ক এ মহাদেশে,
তোমার বুলবুল গায় শান্তির গান প্রতিধ্বনি আকাশে- বাতাসে----।
ঈশান কোনে কালো মেঘ দুরন্ত ঝড়ের অশনি সংকেত ,
বিদ্রোহ আজ চারিদিকে ভাঙ্ জীর্ন কূ- আচার
 নতুনের আহ্বানে সোনালী শস্য খেত।
 
======================
 
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত
মোবাইল নম্বর-৮৩৪৮৭২৫৩৩৩



 

No comments:

Post a Comment