কবিতা ।। টান ।। মৃত্যুঞ্জয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। টান ।। মৃত্যুঞ্জয় হালদার



তোমায় নিয়ে লিখতে বসে
হাবিজাবি যাচ্ছি কষে
পাচ্ছিনা সুর তাল।
তোমার ভাবে ভাসাই তরী
শিলাইদহের বোটে চড়ি
উড়িয়ে দিলাম পাল।।

তুমি আমার কাব্যে এসো
কালি কলম মনে মেসো
ছন্দ বলে দাও।
আমি অধম তুচ্ছ অতি
তোমায় জানাই প্রণতি
আশিষ দিয়ে যাও।।

তোমার সুরে মোহিত হয়ে
দিনগুলো সব যাচ্ছে বয়ে
ধন্য আমার প্রাণ।
তুমি আমার বিশ্বকবি
জীবনভরে আঁকছি ছবি
এযে মহৎ টান।।
.........................................................

মৃত্যুঞ্জয় হালদার
গড়িয়া স্টেশন রোড
কলকাতা-৮৪  পশ্চিমবঙ্গ  ভারত

No comments:

Post a Comment