কবিতা ।। কবিপ্রণাম ।। সুব্রত কুণ্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। কবিপ্রণাম ।। সুব্রত কুণ্ডু




আজ পঁচিশে চতুর্দিকে কত উদ্দীপন, 
কবিগুরুর শুভ জন্মদিন। 
গানের সুরে শুখা মনের নব উজ্জীবন, 
মনের বীণা বাজে রে রিনঝিন। 

সহজপাঠে কবির সনে প্রথম পরিচয়, 
ছবি-ছড়ায়-ছন্দে মাতে মন। 
প্রথম দেখা রবির ছটা যেন হিরণ্ময়, 
সেই আলোকে মগ্ন অনুক্ষণ। 

হে কবিবর লহ প্রণাম, আর কিছু তো নাই, 
তোমার কাছে এইটুকু মিনতি --
তোমার আলো একটু যেন সারাজীবন পাই, 
তোমার পদে হয় যেন গো মতি। 
 
=======================
 
 
সুব্রত কুণ্ডু
নবগ্রাম, রহিমপুর, হুগলী 
৭১২৪০৮

No comments:

Post a Comment