কবিতা ।। প্রাণের রবি ।। স্বপন কুমার মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। প্রাণের রবি ।। স্বপন কুমার মৃধা



বিশ্বভুবন উঠল মেতে
মহাকবির ছন্দ গানে,
তোমার সৃষ্টির অমৃত সুধা
চিত্তানন্দ মানব প্রাণে।

তোমার গানের রসাস্বাদনে
তৃপ্তি জাগায় বিষাদ মনে,
কাব্য পাঠে মনের খোরাক
স্বপ্ন দেখায় নতুন প্রাণে।

প্রাণের কবি রবি ঠাকুর
তোমায় পূজি হৃদি মাঝারে,
বাংলা সাহিত্যের মহাসমুদ্র
তোমার সৃষ্টি বিশ্বজুড়ে।

জল পড়ে পাতা নড়ে
কবিতার ছন্দ এলো প্রাণে,
আছো হৃদয়ে প্রকৃতির শোভায়
শিশু-কিশোর সর্ব স্থানে।

চিন্ময়ী রূপ রবি ঠাকুর
শ্রদ্ধাঞ্জলি বিনয় বরণ,
জ্ঞানসমুদ্রে অসীম অতল
পঁচিশে বৈশাখ করি স্মরণ।
____________________

স্বপনকুমার মৃধা
মুম্বাই মহারাষ্ট্র



No comments:

Post a Comment