Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতাগুচ্ছ ।। রাজেশ্বর গোপাল



সিরিজ কবিতা

"বসুন্ধরা"
 (১)

কি অপূর্ব; কি সুন্দর! 
                    শ্বেতশুভ্রা সুশীলা সুকন্যা
দুই স্নিগ্ধ আঁখিতলে জ্বলে উজ্জ্বল মুক্তার প্রদীপ
মুচকি হাঁসির ছলে 
                     হাজার রুপার শুভ্র কণার ভিঁড়
অঙ্গে লাল শাড়ির ভাঁজে আল্পনা আঁকা আঁচল
যেন তুমি জীবন্ত রাজকন্যা....

বিনুনি ঘন কালো চুলের খোঁপায়
শিউলি কুসুমের বাস,
ভেসে যাওয়া তোমার ব্যক্ত ভাষায়
মধুর গোলাপ সুবাস!
সর্ব শরীরে গোধূলির রক্তিম আলোকিত ঝলক
সহস্র আলোর পূর্ণ মিলনে
                             উজ্জ্বল তোমার চন্দন বদন
নেইকো সত্যিই কেউ তোমার উপমা....

যেন দূর থেকে দেখলে মনে হয়
তুমি পূর্ণিমার পূর্ণ আকাশের চাঁদ
                                    তুমি ফুটন্ত ধ্রুবতারা
অসংখ্য সজ্জিত অলঙ্কারে তুমি পরম অনন্যা তুমি পরম অনন্যা
তুমি অপূর্ব,  তুমি সুন্দর
                               তুমি সোনার প্রতিমা....

"বসুন্ধরা"
(২)

কলকাতার কালিঘাটে কালিমা মাখা কলঙ্কিনী চাঁদ
কাঁকড় ডাঙায় কথার যাদু কমলিনী কলমীলতা

এসবের সঙ্গে তোমায় তুলনা করতে গিয়ে
বস্তীপাড়ার বদস্বভাবী, ব্যাকরুটের বে-খেয়ালি
ছেলেটির চোখেও আবিষ্কার হয়
                               কলেজস্ট্রিটের ট্রাফিক জ্যামে
কোন এক ঐতিহাসিক রুপকথার রাজকুমারী.... 

তাৎক্ষণিক প্রস্তুতি শুরু
                               তোমার কল্পনা শুরু
চৌরঙ্গী পাড়ায় চায়ের গ্লাস থেকে 
খড়দহের খবরের কাগজ ও বৌবাজারের বাক-বিতণ্ডতায়
প্রথম সূচনাপর্ব শুরু

                   তোমাকে কাছে পাওয়ার.... 
                                        তোমাকে ছুঁয়ে দেখার....



"বসুন্ধরা"
(৩)


আধঘুমে নড়বড়ে হয় দুচোখের পাতা
মাঝরাতের স্বপ্নে কোজাগরী পূর্ণিমা তুমি
নিশ্চুপ জ্যোৎস্না হয়ে হেঁটে চলো
আর আমিও তোমার পিছন পিছন;
কত যে আলোক লুকিয়ে আছে তোমার মধ্যে!

পার হয় সবুজ ধানক্ষেত 
পার হয় শুকনো নদীচর
মনে হয় কেউ রুপালি রানীর বেশে 
              কুচি কুচি ছড়িয়ে গেছে সোনা!
এরপর সারিবদ্ধ পাহাড়; তার উপত্যকা বেয়ে
গড়িয়ে পড়ে তোমার সৌন্দর্য 
আমিও খুঁটে খুঁটে খাই সেই মাধুর্য 
ছুটে ছুটে চলি দুচোখের তৃষ্ণা মেটাতে

 ঐ দেখো, ওখানেই ঝর ঝর ঝরে পড়ছে ঝর্ণা....


"বসুন্ধরা"
(৪)

ছায়ার নড়াচড়া থেকেই
চোখের কালোয় বিচ্যুত তোমার প্রতিসরণ ;
ব্যাস অমনি অমনি মনের মধ্যে 
প্রেমের আলোর বিচ্ছুরণ, বর্ণালী, রামধনু
আরও কত কি!

তখন তোমার না বলা কথাও 
বুঁদ বুঁদ তোলে আমার মন পুকুরে
ভরদুপুরে হৃদয়ের দেওয়াল আয়নায় 
স্পষ্ট হয় জলচ্ছবি....


"বসুন্ধরা"
(৫)

পশ্চিম আকাশের কোনে 
সেজে ওঠে যে গোধূলি আলোক
সেগুলি সব তোমার রুপ-রঙ-কারুকার্যতা

কিছু লাল রঙ, কিছু আলো ছায়াই
বাতাসে ভেসে যায় যে সাদামেঘ
সেগুলি সব আমার উড়িয়ে দেওয়া 
                        অসংযত  বেমানানই প্রস্তাব

আসলে সেগুলি সবই 
            আমার স্তব্ধ প্রেম, নীরবতা.... 


"বসুন্ধরা"
(৬)

হৃদয়ের লেখচিত্রে মাপা রয়েছে প্রেম
শত দিকে শত প্রান্তে উদ্ভাসিত তোমায় নিয়ে
                        সহস্র জল্পনা কল্পনার জটগুলি

সমস্ত সুনজরে কুনজরে এখন শুধু তুমি
তোমার স্মৃতি ছড়ানো দিন,
অনিচ্ছাকৃত হলেও কখনো কখনো ভাবনার বশে
মিলিয়ে দিই নিজেকে তোমার শরীরে 
আবার কখনো বিকেলের লাল আভাতে
খুঁজে যায় তোমার লালচে আলোর শরীর

ভেজা ভেজা স্বপ্নের ভিতর
রঙ দিয়ে আঁকি তোমার শ্বাশত প্রতিমা
নিরক্ষর অনুভূতির মাঝে আগলে রাখি 
                             দীর্ঘ সুখের পালক ছুঁয়ে
যেন আমার অনাবৃত কঠিন হৃদয়ের ভাঁজে
পুলকিত প্রেমের অবিরত কর্ষণ তুমি;
আমার যা কিছু সব অন্তঃপুরের বাগানবাড়ি, চাষ-আবাদ
                  রেলিং,  ছাদ গৃহস্থালি....


=====================
রাজেশ্বর গোপাল
বোলপুর, বীরভূম

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত