কবিতা ।। সুকান্ত: এক ক্ষণজন্মা কবি ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। সুকান্ত: এক ক্ষণজন্মা কবি ।। গোবিন্দ মোদক


ক্ষণজন্মা কবি আমাদের সুকান্ত ভট্টাচার্য, 
তাঁর জন্য একুশ বছর বিধাতা করেন ধার্য।
তবু এই স্বল্প পরিসরে অসাধারণ তাঁর লেখা, 
এই বয়সে এতো প্রতিভা যায় নাকো খুব দেখা।
সংগ্রামী এক যুব-মানস, আম-জনতার কবি, 
কাব্যে আঁকলেন সর্বহারা আর বঞ্চিতদের ছবি। 
ক্ষোভ-বিক্ষোভ-সংকল্প আর নির্ভীক প্রতিবাদ, 
তাঁর কবিতায় মানুষ পেলো সঞ্জীবনীর স্বাদ ।
শোষণ-বঞ্চনা-নিপীড়ন মুক্ত সমাজের স্বপ্ন দেখে, 
দেশলাই কাঠি, মোরগ কাহিনী গেলেন তিনি রেখে।
প্রতিবাদদৃঢ় কণ্ঠে গাইলেন নতুন অঙ্গীকার, 
বিশ্বকে শিশুর বাসযোগ্য করে দেবো উপহার।
বলিষ্ঠ শব্দে লিখলেন কবিতা 'রবীন্দ্রনাথের প্রতি', 
চাইলেন তিনি একত্রিত হোক আমাদের সংহতি।
"রানার"-এর জীবন-দুঃখে    ব্যথিত সেই কবি, 
কাব্যে আঁকলেন রানার-ভাইয়ের মর্মান্তিক ছবি। 
মালিক-মজুতদারের বিরুদ্ধে সোচ্চার উচ্চারণ, 
আপোষহীন প্রতিবাদেই   লিখলেন আজীবন।
দুরারোগ্য ক্ষয়রোগেই হায় নিলো তাঁকে কেড়ে, 
একুশ বছরেই কিশোর কবি গেলেন বিশ্ব ছেড়ে।
_____________________

গোবিন্দ মোদক। 
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

No comments:

Post a Comment