বাঁচার মতো বাঁচো
কাশীনাথ হালদার
বাঁচার মতো বাঁচো সবে
মাথা উঁচু রাখো ভবে
সবার আশিস পাবে,
আদর্শ আর কৃষ্টি হাতে
ভালোবাসা মেখে তাতে
এগিয়ে তুমি যাবে।
লোভ-লালসা পায়ে পিষে
সতের সাথে থাকো মিশে
অন্তর হবে শুদ্ধ,
থাকবে দূরে পাপের মতি
জীবন-রথে দেবে গতি
নিত্য যে সেই বুদ্ধ।
রিপুর অধীন হলে পরে
সকল পুণ্য পড়বে ঝরে
সাবধানেতে থেকো,
দীন দুখী ও আতুরজনে
করবে সেবা মুক্ত মনে
এটাই মনে রেখো।
ষড়রিপু শত্রু ভারি
জয় করা চাই তাড়াতাড়ি
এটাই তুমি মেনো,
কাম ক্রোধ লোভ আর মোহে মেতে
মদের নেশায় মাৎসর্যেতে
পা দিয়ো না যেন॥
----------------
কাশীনাথ হালদার
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত।
No comments:
Post a Comment