কবিতা ।। তোমাদের ছায়া মেখে ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। তোমাদের ছায়া মেখে ।। নিরঞ্জন মণ্ডল


এই বাংলার ফুলের বাগানে একই ডালে দুটি ফুল
রঙ ঝলমল সুর কলকল রবীন্দ্র নজরুল।
গন্ধ তাদের উজিয়ে বাগান মাতাল করেছে হাওয়া
শ্রান্ত অবশ শরীর জেগেছে নিয়ে তার চাওয়া পাওয়া
হাওয়ার পরশে, মনের হরষে সৃষ্টি মেলেছে ডানা
কিছু তার ভাঙে লৌহ কপাট, কিছু করে আনমনা।

রবির আলোয় ঘুচিয়ে আঁধার জগত সাকার হলে
গঞ্জ শহর গাঁও বন্দর মনের দুয়ার খোলে।
জন কোলাহল কাজ চঞ্চল মাঠে ঘাটে প্রান্তরে
কথা ও কাহিনী গাথা সুর বানী ঝর্ণার মতো ঝরে।
চোখের তারায় স্থির জেগে রয় অঢেল নিবাক ছবি
আজও মোছেনি, মোছেনা সে ছবি অস্তে গেলেও রবি।

রুদ্র বীনায় ঝঙ্কার তুলে ভীম-ভৈরব রাগে
সর্বহারারা ফণিমনসারা বিষের বাঁশিরা জাগে!
যেখানে শাসন শোষণ পীড়ন ঝরায় রক্ত ঘাম
রাঙা অক্ষরে জ্বলজ্বল করে এক বিদ্রোহী নাম।
প্রেম বিরহের সুরের মাঝেও কাঁটা ভরা এক ফুল
ঝড় বুকে বয়ে ঝড়েই মিলালে একা তুমি নজরুল!

এই বাংলায়--এই দেশ জুড়ে--এই সভ‍্যতা মাঝে
আজও ফুটে ওঠ ঘুম ভাঙানিয়া--দিনের সকল কাজে।
বাগানে তো ফোটে আজও কত ফুল তোমাদের ছায়া মেখে 
বাঁচাও তাদের সৃজনের জলে সুর-মমতায় ঢেকে।
সৃজন-বাগান রবে যত দিন ফুটবে বাসের ফুল
সেই বাসে পাব তোমাদের ঘ্রাণ রবীন্দ্র নজরুল।
 
-------------------------------

No comments:

Post a Comment