প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

চির সুন্দর, চির অম্লান ,নিত্য বিরাজিত তুমি
তোমার কবিতা,গান,আজও কাঁপায় বিশ্ব ভুমি ।
প্রতি ঘরে ঘরে সব অন্তরে সকাল কিম্বা সাঁঝে
কত না মধুর দূর অতি দূর সুর সংগীত বাজে ।
জয়ের তিলক ললাটে সজ্জা গীতাঞ্জলির কবি
আকাশ বাতাস সারা বারোমাস মনোরম করা ছবি।
কতনা গ্লানির মুখোশ খুলে,অবিচারে করেছ ঘাত
কতনা ব্যথার পাহাড় ভেঙেছ জাগরিত কত রাত
সবার মুখে ফুটিয়ে হাসি জালিয়ানে জ্বালো আলো
কলম খুঁচিয়ে রক্ত ঝরাও সমাজের মুছো কালো
অজ্ঞানে দিলে জ্ঞানের বিভুতি দুখিরে তো দিলে সুখ
এত দিনও পরে ঘরে বাইরে তাই সদা উৎসুখ ।
কত প্রেরণার স্রোত হয়ে তুমি ভাসিয়েছ জোয়ারে
কত বিবেকের বন্ধ দোয়ার খুলেছ অগ্নি ফোয়ারে
কত না মিথ্যা সত্যের কাছে বারবার কুপোকাত
আছ সব হৃদে আসল ও সুদে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ।
----------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন