অগ্নিযুগের আগুন কবি
বাজায় বসে বিষের বাঁশি ।
শেকল-ছেঁড়া গানের সুরে
যুদ্ধ জয়ের দীপ্ত হাসি ।।
সৃষ্টিসুখের কাব্য বুকে
জয়োল্লাসের মাদল বাজে ।
সাম্যবাদী কবির চোখে
নারী-পুরুষ সমান সাজে ।।
আগুন কবি প্রেম জানে
দিগ্ বালিকার পীতবাসে ।
কবির শখের ফুল বাগিচায়
হাস্নুহানা আজো হাসে ।।
================
অরুণ কুমার দাঁ
দুর্গাপুর
পশ্চিম বর্ধমান
পশ্চিমবঙ্গ
No comments:
Post a Comment