স্বচ্ছ বন্ধুত্ব
সাদিয়া তাবাসসুম
একজন ভালো বন্ধু একটি খোলা জানালার মত,
যেই জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখা যায়
আর বুক ভরে নিঃশ্বাস নেয়া যায়।
একজন ভালো বান্ধবী একটি বারান্দার মত।
যখন ঘরের দরজা খুলে বারান্দায় একটু দাড়ালে,
কিছুক্ষণ বসে থাকলে একঘেয়েমি কেটে যায়।
বন্ধুত্বে যদি থাকে স্বচ্ছতা,
তবে মনের কথা সহজেই প্রকাশ করা যায়।
====================
No comments:
Post a Comment