কবিতা ।। ফুটবল সম্রাট ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। ফুটবল সম্রাট ।। আনন্দ বক্সী


ফুটবল সম্রাট 

আনন্দ বক্সী 


ব্রাজিলের ছেলে তিনি  ডিকো ডাক নাম 
তাঁর ফুটবলে মজে গোটা ধরাধাম। 
আলোড়িত হয়ে যায় ফুটবল মাঠ 
ফুটবল জগতের তিনি সম্রাট।
আসল নামটা তাঁর ছিল এডসন 
পেলে নামে চিনলো যে বিশ্বের জন।

জোয়াও র‌্যামোস পিতা কেলেস্ট জননী 
তাঁর শৈলীতে ছিল মুগ্ধ অবনী।
ফুটবলে আসলেন মা'র প্রেরণায় 
মগ্ন হলেন তিনি তাঁর সাধনায়। 
পড়লেন অবশেষে ব্রিটোর নজরে 
তাঁর মন-দ্বারে দেন আঘাত সজোরে।
জীবনে আসলো তাঁর এক শুভযোগ
স্যান্টোস ক্লাবে তিনি পেলেন সুযোগ। 
কেড়ে নিলো মন সে যে অনুপম খেলে।
মাঠেতে উঠলো রব পেলে পেলে পেলে।

দেশের হয়েও তিনি মাঠ মাতালেন 
খুশির জোয়ারে সব মন ভাসালেন।
বিশ্বকাপেও মাঠ দিলেন কাঁপিয়ে 
সকলকে নিমেষেই গেলেন ছাপিয়ে।
গোলের বন্যা নিয়ে হলেন হাজির 
গড়লেন একে একে নতুন নজির। 
ফুটবল জগতকে আনলেন বশে 
জীবনটা ভরে ওঠে নাম আর যশে।

স্যান্টোসে খেললেন আঠারো বছর 
কসমসে খেলেও যে ফেলে দেন শোর।
কসমস ক্লাব-সাথে এলেন এদেশে
কলকাতার আবেগে গেলেন যে ভেসে।
তাঁর ঝুলি ভরা আছে সব ট্রফিতেই 
ফুটবল মাঠে তাঁর বিকল্প নেই। 
'কালো মানিক' বলেও  তিনি পরিচিত 
ফুটবল সম্রাটে হন উন্নীত। 

সাতশোর বেশি গোল করেছেন তিনি 
ফুটবল বিশ্ব যে তাঁর কাছে ঋণী।
সর্বকালের তিনি সেরা খেলোয়াড় 
ফুটবলার হিসাবে প্রিয় যে সবার। 
জাতীয় সম্পদ সে ব্রাজিল দেশের 
তাঁর মতো খেলোয়াড় আসবে কি ফের?
 
===============
 
 
আনন্দ বক্সী
গ্রাম-বেলিয়াডাঙ্গা,ডাক-দক্ষিণ বারাশত, থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা, সূচক ৭৪৩৩৭২।

No comments:

Post a Comment