কবিতা ।। রবীন্দ্রনাথ ।। অজিত কুমার জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। রবীন্দ্রনাথ ।। অজিত কুমার জানা



রবীন্দ্র সঙ্গীতের চকচকে দর্পণে, 
কালবৈশাখী হয়, জন্মদিনের ঝড়।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, 
বিশ্বকবির অমর ধ্বনি দেশান্তর।।

রবি মামা, দেয় হামা, 
কবির শিশুমনের বাস্তব কথন। 
পঁচিশের সকালে রাঙা জামা, 
স্মরণ, বরণ, শ্রদ্ধা, বিনোদন।।

সমভূমি, মালভূমি, অরন্য, পাহাড়, 
সংখ্যা মালার হৃদয় সিংহাসন। 
থইথই উত্তাল জনসমুদ্র পাড়,
পঁচিশে বৈশাখ শুভ আগমন।।

প্রভাতের দুহাতে রবির শাঁখ,
সমভূমি-পাহাড় নয় অনাথ। 
মুদ্রিত সংস্করণে পঁচিশে বৈশাখ, 
সূচনা ও উপসংহারে শুধু রবীন্দ্রনাথ।।
 
===========

 
অজিত কুমার জানা 
গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, 
জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,
পশ্চিমবঙ্গ। 




No comments:

Post a Comment