রবীন্দ্র বিষয়ক গুচ্ছকবিতা ।। আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

রবীন্দ্র বিষয়ক গুচ্ছকবিতা ।। আবদুস সালাম




আলোর দিশারী


 স্বপ্নের বারান্দায় রোজ খুন হয়ে থাকি
বেলা গড়িয়ে বিকেল হয়
লাটাই এর সূতো আসে কমে

মৃত্যুর দুয়ারে ফেলে আসা ঐতিহ্যের নির্মাণ কৌশল খুঁজে পায় সুরেলা বাতাসে

রাতের প্রশ্রয়ে জমে আছে কাদা মাখা স্বপ্ন
অশ্রু আর বেদনা ধুয়ে দেয় কলঙ্ক
 পিচ্ছিল হয় পথ
 মানবতা ভিজে যায় ধর্মের করুন জলে

মগ্ন চৈতন্যের দীঘিতে স্নান করে বলি (আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে)

 কাঙালী পৃথিবীর মনে ভাসে দুর্বার আকাঙ্ক্ষা
 সাহিত্যের প্রতিটি উঠোনে নেচেছে ময়ূর
  যদিও হাওয়ায় ভেসে চলেছে কষ্ট কথারা
দেহ খুলে উড়িয়ে দিয়েছো মানবতার ঘ্রাণ
তাই তো  তোমারই পূজা করি কায়মনে
 
 ###

 রবীন্দ্র চর্চা


  প্রহরী বিহীন লেভেল ক্রশি‍ং
 বেপরোয়া রাস্তা পারাপারের গল্প এখন ভাইরাল
 
 উৎসবের রঙিন ফোয়ারায় ভাসছে চরাচর
বিশুদ্ধতা অভিমানে মুখ লুকায়

 ঈশ্বরীয় তত্ত্বসঙ্গীত মাতালের পাল্লায় বেসামাল
       তানসেন অভিমানে মুখ লুকায়
 
 ###

মায়াবী জলে শুদ্ধ হই


জাগরণের মোহ উৎসারিত হলে অন্ধকার ঘনিয়ে আসে পাড়ায়
ধর্মের ব্যস্ত অনুভবে আত্ম- দৈন্যতার অসুখ বাড়ে 

হাসপাতালের বেডে শুয়ে পালন করি নিস্তব্ধতা
 মানবিক দৃষ্টির  অকুন্ঠ আহ্বানে খুঁজে পায় বিশ্বাস
    তোমার প্রেমময় ঐকান্তিক চাহনি জুড়ে মেলে দিয়েছো মিলন

 হারানো সুরের বেতাল - বৈভবে ভেসে যায় বহু বসত ,বহু বসতি
 চৈতন্য  হারিয়ে যায়
বিশ্বাস হারিয়ে যায়

 অশান্ত  বিশ্বাস  সজীব হয় তোমার কবিতা গানে, তোমার সৃষ্টিতে

নিবিড় চাহনিতে খুঁজে পায় দর্শন 
অন্ধ বাউল হয়ে তোমার রচনা দিয়েই তোমার পূজা করি 

সারা পৃথিবী জুড়ে
রবীন্দ্র পরকীয়ার সৌরভ ভাসে 
 তোমার সৃষ্টি- পুত জলে স্নান সেরে আমরা বিশুদ্ধ হয়ে বারবার অনন্তদিন
 
###
 
 
 
 
আবদুস সালাম
প্রয়াস, শ্রীকান্তবাটি   মাদারল্যান্ড
ডাক।  রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ৭৪২২২৫
৯৭৩৪৩৩২৬৫৬
 

No comments:

Post a Comment