Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা ।। প্রবল বিদ্রোহে ।। সুবীর ঘোষ



আমি বিদ্রোহী কবিতা পড়ে বিপ্লবী হব ভেবেছিলাম ।

নজরুলের মতো সাম্যের গানই গাইতে চেয়েছিলাম ।

দেখলাম সাম্য কেউ চায় না ---মানুষ না , প্রকৃতি না , ক্ষমতা না , রাক্ষস না ।

অবশেষে একদিন মেনে নিলাম জাতপাত  তাগাতাবিজ  প্রভু  হুজুর  কালো রাস্তা  অন্ধকার ।

নজরুল বললেন --- বিদ্রোহী হওয়া খুব কঠিন ।

বিদ্রোহী হতে গেলে বিপজ্জনক হতে হয় ।

নজরুল একটা বিপজ্জনক জীবনে বেঁচে ছিলেন ।

 

গেঁয়ো ছেলে দুখু মিয়া ।

কোনো শাপভ্রষ্ট দেবতা না হলে অত পড়াশুনো অমন ছন্দোজ্ঞান , ওরকম সুরকৃতি !

একমাত্র সোনার কলমই পারে অমন সুন্দর শব্দযোজনা করতে--- 'দুর্গম গিরি কান্তার মরু' ।

 

অনেকেই তো লৌহ কপাটের শিকল ধরে নাড়ালো ; শিকল পরে ব্যবস্থাটাকে বিকল করতে পারল ক'জন !

ব্যবস্থাকে বিকল করে তাকে পাল্টাতে হয় ;  তবে না বিদ্রোহ ।

 

"কেউ ভোলে না কেউ ভোলে"-র লেখকদের আমরা কৈশোরে বন্ধু ছিলাম ।

আমাদের রাঢ়বাংলা আমাদের কয়লাকুঠি তখন স্বচ্ছ শ্বাস চাইত আমাদের কাছে ।

নজরুল আসতেন প্রবল বিদ্রোহে ।

রবীন্দ্রনাথের কাছে শিখেছি বিদ্রোহের উপযুক্ত বিশেষণ 'প্রবল' ।

প্রবল বিদ্রোহেই আসে প্রেম ।

"শেফালিকা তলে কে বালিকা চলে" ।

আশৈশব মুগ্ধ নজরুলে ।

 

বিদ্রোহীকে এগিয়ে দেওয়ার কেউ থাকে না , আটকে দেবার লোক অনেক ।

নজরুল অসমাপিকা ক্রিয়ার মতো থেকে গেলেন ।

তবু নজরুল এক কালান্তরের নাম ।

নজরুল এক ঝোড়ো যুগান্তের অগ্নিফসল ।

নজরুল মানে একটা বেপরোয়া যাপন ।

রীতি জেনে রীতি না মানার সাহস রাখতে পারা এক প্রবল বিদ্রোহী ।

_______________________________________

 

 

 

সুবীর ঘোষ

৩০১ আশ্রয় এ্যাপার্টমেন্ট

গ্রুপ হাউসিং , বিধাননগর

দুর্গাপুর—৭১৩২১২

_____________________________________

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩