দুটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

দুটি কবিতা ।। সুশান্ত সেন

 

এখন 


এই সময় টা অস্থির হয়ে কোথায় যে যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারে না।  একটা গোলকধাঁধা সামনে , সেকেন্দ্রাবাদের ভুলভুলাইয়ার মত সামনে থামের পর থাম, বাঁকের পরে বাঁক তার ভেতর সোজা রাস্তার খবর কে বলে দেবে ! পুণ্যের ভাব ধর্মের ভাব চেতনার ভাব , ভাবনার ভেতর ঢুকিয়ে দিলেই কি সোজা রাস্তা , নরম রাস্তা , হাওয়ার রাস্তা মানুষ সকল খুঁজে নেবে ! 
চারপাশে খুব ভিড় আর জনতারা চিৎকার করছে - চন্দ্রমুখী আলুর দাম এক লাফে কিলো প্রতি চল্লিশ টাকা হয়ে গেল তবু কেন কারো হেলদোল নেই, দু একটা লাশ পড়ে গেলে কি সমস্যার সমাধান হবে! 
হা কৃষ্ণ হা কৃষ্ণ এই অস্থিরতা শেষ হবে কিভাবে!


খেয়ালী


মনটা আমার নাচছে বেজায় খেয়ালী
গড়ে ভাঙ্গে প্রতিক্ষণে সে খালি ।
উদাস উদাস মেঘের সাথে সে খেলে
গড়িয়ে পড়ে হলুদ ঝরা বিকেলে,
নাচতে থাকে পেখম তুলে ময়ূরী নাচ
খুদের মত জীবন সুধা একটু বাছ।
কথায় কথায় পাল টা তুলে সমুদ্দুর
হলোই না সে ঘরের থেকে একটু দূর।
তোমার সাথে থাকবো এখন সর্বদা
চুলোয় যাক গঙ্গা সিন্ধু নর্মদা।
 
===========

সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০

No comments:

Post a Comment