তোমার সুরের জাদুতে আমি গাঁথি মালা,
তোমার বাঁধা গানে কাটে আমার সারাবেলা-
তুমি আছ তাই দুঃখ সইতে পারি আজও বুকে,
তোমার ভাষায় জীবননদী পায় ভেলা।
আনন্দেতে তোমার গান বাজে গলায়,
তোমাতে মাতি কান্না-হাসির খেলায়-
তোমার সৃষ্টিতে পাই যত জীবনবোধ,
তোমায় নিয়ে দুঃখের নদী পার করেছি হেলায়।
জন্মদিবসে তোমায় স্মরণ করি,
বিশ্বকবি তুমি তোমায় প্রণাম করি--
জীবনমাঝে তুমি যে প্রাণসখা,
অমর তুমি তোমাকে কি ভুলতে পারি?
=====================
ঈশিতা পাল
ব্যাঙ্গালোর,কর্ণাটক,ভারত।
No comments:
Post a Comment