কবিতা ।। প্রাণের রবি ।। অ্যামেলিয়া দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। প্রাণের রবি ।। অ্যামেলিয়া দাস



সুখপাখির অন্তরালে কবি 
কবি সে সবার প্রাণের রবি,
কবিতা মনের ছবি আঁকে 
জীবনকথা গল্প লেখে;
কোমল মধুর স্নিগ্ধ স্বর 
সাহিত্যের ভুবনে প্রিয় কবিবর,
বৈশ্বিক সাহিত্যে সর্বশ্রেষ্ঠ 
কবি সকলের উপদেষ্ট;
কবি সে তোমার আমার প্রাণের রবি
লেখা যেন লেখা নয়, বাস্তবপ্রিয় ছবি,
কিংবদন্তী রাখবো তোমার প্রতিভার দাম
কবিগুরু তোমাকে জানাই প্রণাম ।। 
 
===========
 
অ্যামেলিয়া দাস
কলকাতা 

No comments:

Post a Comment