দুটি কবিতা ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

দুটি কবিতা ।। দেবযানী পাল


 তানসেনী রাগে


ঝড় উঠেছে স্বপ্ন সাগরে
মন বৈঠা চেপে ধর
হৃদয় মাঝি না হোক রাজি
জীবনকুটো যেন খড়।
দ্রিম দ্রিম ওই মাদল বাজে
নটরাজ নৃত্য মুদ্রা মাঝে
ডমরু কে বাজি ধরতেই হবে
মূল্য চোকাও শঙ্করাকে।

সুখ দুঃখ খুচরো তাপে
রুদ্র যখন মধ্য জীবন
গনৎকারের ভূল গণনায়
দাবানলের সুস্থ বিকিরণ।
ভয়ানক এই বাদুড় ঝোলায়
অঝোর ঘামে সময় হাসফাঁস
এরই মাঝে ঢং ছুটির ঘণ্টা
বাজলেই জেনো সর্বনাশ।

এবার ঝড়ে চাই আটকে রাখা 
নিপুণ হাতে উপড়ানো প্রাণ
ভূত ভবিষ্য তহবিল কোথায়
সাগর সেঁচে সঞ্চয়ী মান।
মরণ হাসবে একবারই বেসুরো
তাই জীবন ধরুক তানসেনী রাগ
বৃষ্টি ভিজুক ঝরা পাতা সব
হৃদয় মনের স্বপ্ন সোহাগ
 

বৃথা চেষ্টা

কাদা মাখা পায়ে কোথায় চললে শালীনতা!
বিদগ্ধ বাসনা শিথিল নব গোত্রে
তির তির কাঁপছে স্খলিত শঙ্খ চিল
যেন অশীতিপর ভিক্ষা ভরছে কুড়ানো পাত্রে।

দুঃসহ দহন জ্বালায় সদ্য কুসুমিত যৌবন
কাল পেঁচা ডেকে গেছে কোন গোধূলি ক্ষণে
রাতের সে চোরা বালিতে গেঁথেছে উদগ্রতা
ঝিঁঝিঁ ডাকে দূরে মূক বধির বাতায়নে।

যা কিছু কদর্য গ্রাহ্য না করে সূচক পড়ে
দিনান্তে ব্যর্থ মুখোশে ঢাকা দেহ আস্তরণ
তুচ্ছ ভ্রুকুটি না দেখার ছলে মূর্ত লেলিহান
আজও দ্রৌপদীর অভিশাপ উদ্গীরন।

কালের শ্রোতা গা ভাসায় প্রতিদিন নির্লিপ্ততায়
বাজার চড়া দাম সুপ্ত মনের অভিলাষ
হাতে গোনা কিছু দরদী সুরে জাবর কাটে
রাস্তায় রক্তাক্ত শালীনতার নীরব লাশে।
 
===========
 
Debjani Paul
109/J/5, South Kodalia, New Barrackpore, N 24 Parganas, 700131
 

No comments:

Post a Comment