কবিতা ।। ধন্য নজরুল ।। প্রদীপ কুমার সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। ধন্য নজরুল ।। প্রদীপ কুমার সামন্ত


ধন্য নজরুল

প্রদীপ কুমার সামন্ত


ভারত বৃন্তে ফুটেছিল
        উজ্জ্বল এক ফুল
ধন্য করলো ভারতবাসীকে
        দুখু মিয়া নজরুল  ।

" বিষের বাঁশি বাজিয়েছিল
          "অগ্নিবীণা " জ্বেলে
স্বাধীনতার মন্ত্র দিলে
            বিদ্রোহ সুর ঢেলে  ।

বিভেদ প্রাচীর সরালে তুমি
            হিন্দু- মুসলমানে 
ভারতবাসী তাই কেঁদেছে
            দুখুর জয়গানে ।

ধ্রূপদী রচনায় দক্ষ তিনি
         চিরকাল প্রাসঙ্গিক
বিশ্ববাসী তাঁর জয়গানে
           রাষ্ট্রীয় মর্যাদা দিক্ ।

স্বাধীনচেতা দুখু মিয়ার
        আকাশছোঁয়া নাম
রবির কিরণে সাতসকালে
               জানাই প্রণাম ।  
 
=================
 
প্রদীপ কুমার সামন্ত / 
সম্পাদক-দীপশিখা / 
উমেদ পুর , পোষ্ট- চাউলখোলা , 
জেলা- দঃ 24 পরগণা ।
 

No comments:

Post a Comment