কবিতা ।। প্রতিশ্রুতি ।। অমিত মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। প্রতিশ্রুতি ।। অমিত মজুমদার



গলায় গলায় চলার কথা ছিলো 
ঢোক গিলে সে রাস্তা করলে বাঁকা 
এবার বলো কেমন করে হবে 
দুই নয়নের নয়ানজুলি ঢাকা। 

ঢাকতে ঢাকতে যাদের পিছুটানে 
ছাগল কিংবা গর্ধবেরা জাগে 
কিছু ভিক্ষা মুঠোয় মধ্যে নিয়ে 
ধাক্কা দিতে কি আর সময় লাগে! 

পিঠের শেষে শিরদাঁড়াতে এখন 
আলোর নিচে অন্ধকারের আশা 
বদলে যাওয়া ফরমায়েশি খাতায় 
নিশিযাপন করার মতো ভাষা। 

চলো এবার গড়িয়ে যাবো খানিক 
গলার ভেতর কাঁটার মতো বিঁধে 
এই অবেলায় শাস্ত্র পড়ুক বরং 
পেটের সকল জমাট বাঁধা খিদে। 

খিদের দেশে তোমার আমার দেখা 
কায়দা করেই জটিল ইতিউতি 
গলার দোষে হারিয়ে গেলো শুধু 
প্রথম দেখার সহজ প্রতিশ্রুতি। 

________________________________

অমিত মজুমদার 
গ্রাম - পশ্চিম জগদানন্দপুর ( ভেড়ামারা ) 
পো - বেথুয়াডহরি
জেলা - নদিয়া 
পিন -  ৭৪১১২৬ 


No comments:

Post a Comment