Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

তিনটি কবিতা ।। কবিরুল


তিনটি কবিতা ।। কবিরুল 


নতুন বসন্তের গান


                 বছর শেষের মাদল বাজছে - 

        আর ক'টা দিন , তারপরেই উঁকি মারবে

             নতুন ভোর। রবির কমলা , সোনালী আবীরে

           চনমন করে উঠবে বৈশাখের প্রাণখোলা, সতেজ  সমীরণ।

          সবুজের মখমলে বোহেমিয়ান শিহরণ!

             মাঘের পবিত্র শিশিরে ভিজে  খোলা চিঠি -

                 যখন  খুলে দেবে বসন্তের জানালা, 

                      তোমার প্রতীক্ষায় আমি থাকব সারাদিন - 

             কোপাই নদীর তীরে , অথবা লাল মেঠো পথে।

                        তোমার দু কানে ফুলেল ঝূমকো,

                        সারা শরীরে পলাশ শিমূলের আদর

                         আমার কবিতার ক্যানভাসে আগুণ জ্বালাবে।

        হয়ত সেদিন   ফিরে যাবে পরিযায়ী পাখিরা ভীষণ অভিমানে

          ফিরবে না তুমি , গোধূলী সন্ধ্যার বক হয়ে ডানা ঝাপটাবে

            তোমার সাদা ডানায় ডানায় আমার বাউল মন

      লিখে দেবে ভালবাসার শ্লোক , নতুন বসন্তের গান নতুন বছরে। 


                              প্রেম বৃষ্টি


                  তোমার চোখে জমেছে মেঘ
                       বড্ড অভিমানী তুমি !
                   নামবে বৃষ্টি অঝোর ধারায়  -
                   আমি চাতক পাখি হয়ে 
                    ভিজব বৃষ্টির প্রেম সুধায়।
                    কখনো বা পানকৌড়ি হয়ে 
                    ডুবে ডুবে আনব তুলে 
                 তোমার হৃদয়ে পুঞ্জিত ভালবাসা।

                       
           গোধূলি সন্ধ্যে


          আমার রোদ পালানো গোধূলি সন্ধ্যেতে 
                   আনমনে একা বসে ভাব 
          কার কথা ?  জানি আমি নেই পাশে , 
          দূরে  আছি  , তবু তোমার কথা ভাবি
           ভালবাসি যে তোমায় ।
           সন্ধ্যাতারাটা আজও  ওঠে আকাশে ,
                  আমি আলো হয়ে ঝরি।

=========================

কবিরুল
85, Kalibari Road, Nalta
                 Near Air Port Auto Stand
                 PO: Italgachha
                  Kolkata -28
                  North 24 Parganas


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক