Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

দুটি কবিতা ।। দেবযানী পাল


 তানসেনী রাগে


ঝড় উঠেছে স্বপ্ন সাগরে
মন বৈঠা চেপে ধর
হৃদয় মাঝি না হোক রাজি
জীবনকুটো যেন খড়।
দ্রিম দ্রিম ওই মাদল বাজে
নটরাজ নৃত্য মুদ্রা মাঝে
ডমরু কে বাজি ধরতেই হবে
মূল্য চোকাও শঙ্করাকে।

সুখ দুঃখ খুচরো তাপে
রুদ্র যখন মধ্য জীবন
গনৎকারের ভূল গণনায়
দাবানলের সুস্থ বিকিরণ।
ভয়ানক এই বাদুড় ঝোলায়
অঝোর ঘামে সময় হাসফাঁস
এরই মাঝে ঢং ছুটির ঘণ্টা
বাজলেই জেনো সর্বনাশ।

এবার ঝড়ে চাই আটকে রাখা 
নিপুণ হাতে উপড়ানো প্রাণ
ভূত ভবিষ্য তহবিল কোথায়
সাগর সেঁচে সঞ্চয়ী মান।
মরণ হাসবে একবারই বেসুরো
তাই জীবন ধরুক তানসেনী রাগ
বৃষ্টি ভিজুক ঝরা পাতা সব
হৃদয় মনের স্বপ্ন সোহাগ
 

বৃথা চেষ্টা

কাদা মাখা পায়ে কোথায় চললে শালীনতা!
বিদগ্ধ বাসনা শিথিল নব গোত্রে
তির তির কাঁপছে স্খলিত শঙ্খ চিল
যেন অশীতিপর ভিক্ষা ভরছে কুড়ানো পাত্রে।

দুঃসহ দহন জ্বালায় সদ্য কুসুমিত যৌবন
কাল পেঁচা ডেকে গেছে কোন গোধূলি ক্ষণে
রাতের সে চোরা বালিতে গেঁথেছে উদগ্রতা
ঝিঁঝিঁ ডাকে দূরে মূক বধির বাতায়নে।

যা কিছু কদর্য গ্রাহ্য না করে সূচক পড়ে
দিনান্তে ব্যর্থ মুখোশে ঢাকা দেহ আস্তরণ
তুচ্ছ ভ্রুকুটি না দেখার ছলে মূর্ত লেলিহান
আজও দ্রৌপদীর অভিশাপ উদ্গীরন।

কালের শ্রোতা গা ভাসায় প্রতিদিন নির্লিপ্ততায়
বাজার চড়া দাম সুপ্ত মনের অভিলাষ
হাতে গোনা কিছু দরদী সুরে জাবর কাটে
রাস্তায় রক্তাক্ত শালীনতার নীরব লাশে।
 
===========
 
Debjani Paul
109/J/5, South Kodalia, New Barrackpore, N 24 Parganas, 700131
 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক