Featured Post
কবিতা ।। হে গুরুদেব ।। প্রদীপ মণ্ডল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
তুমি কবিতা তুমি গান তুমি নাটক গল্প উপন্যাস
তোমা বিনে বাংলা সাহিত্য করে হাঁসফাঁস।
তোমার গান বিশ্বে সমাদৃত রবীন্দ্র সঙ্গীত
সকলের আত্মস্থ সকলের মনের প্রিয় গীত।
না থেকেও আছো তুমি মননে জ্ঞানে ধ্যানে
এখনো সমান প্রাসঙ্গিক তুমি আধুনিক জীবনে।
জীবনের প্রতিস্তরে তোমায় খুঁজে পাই
ধন্য সে মহতাত্মা আত্মস্থ করেছে যে তোমায়।
তোমার গর্বে গর্বিত, বাঙালীর নতুন পরিচয়
ভারতবর্ষ তোমার গর্বে বিশ্বে সমাদর পায়।
২৫শে বৈশাখ তোমার দিন উৎসর্গ তোমার জন্য
তোমায় পেয়ে বিশ্ববাসী আজও যে ধন্য।
তুমি সংস্কার তুমি আদি হে কবিগুরু তুমিই অন্ত
সাহিত্য জগতে তুমি চিরযৌবন, তুমি অনন্ত।
হৃদয়াকাশ সদা উন্মুক্ত তোমারই জন্য
কবিতায় স্মরি তোমায়, তোমার কবিত্বে মোরা ধন্য।
তোমার সৃষ্ট বহু চরিত্র সামাজিক উদাহরণ
বাঙালী সত্ত্বা তাদের করে নিয়েছে আপনজন।
বাংলা সাহিত্য ধন্য, পরিপূর্ণ তোমার স্পর্শে
সকলে করে জীবনানন্দ উপভোগ তোমার সংস্পর্শে।
তোমাবিনে বাংলা সাহিত্য যেন মনি হারা ফনি
তোমার জন্যই প্রিয় ঘাসের উপর শিশিরবিন্দু খানি।
তুমি জাতির গর্ব, নোবেল তোমার যোগ্য সম্মান
গর্বে বুক বাঁধি মোরা, সর্বস্তর বাড়ায় কবির মান।
তোমাকে দেখে কবিতা লেখা, সাহিত্যচর্চা আপ্রাণ
হে গুরুদেব, কবিশ্বর, কবিতায় করি তোমার গুণগান।
==========
প্রদীপ মণ্ডল
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন