প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

তোমার প্রাণে উচ্ছ্বসিত চিরসাম্যের ধারা,
তোমার স্বপ্নে আগামীর ভোর অরুণ উদয়রাগে,
তোমার রক্তে টগবগ করে ফোটে নবীন সাড়া,
তোমার বুকে দুঃসাহসী যুব নজরুল জাগে।
অন্যায় যত, অবিচার আর যত শোষণ-পাশ
তোমার কলম করে ছিল উৎপাটনের রোখ,
ছত্রে-ছত্রে লেখা ছিল তাদের সর্বনাশ,
তোমার মর্মে বেজেছিল শৈশব-হারার শোক।
'অনুভবে' 'অনন্যোপায়' 'অসহ্য দিন' কাঁদে,
'আসন্ন আঁধারে' ফোটে মূক 'আগ্নেয়গিরি',
আঠারোর দুঃসাহসকে কে কবে কোথায় বাঁধে?
'কৃষকের গান', 'ঘুমভাঙার গান' স্বপ্ন করে ফিরি।
'গোপন খবর' চুপি চুপি ছড়ায় 'আজব লড়াই',
'এই নবান্নে' মেলে যেন তুষ্টের 'অভিবাদন',
দুষ্টের মুখে না যেন রয় হীন 'অবৈধ' বড়াই,
নইলে 'চরমপত্রে' হবে দুষ্টের পক্ষশাতন।
কবিতাকে না দিতে হয় আজকে যেন ছুটি,
পূর্ণিমা চাঁদ যেন থাকে সেই পূর্ণিমা চাঁদ,
ক্ষুধার রাজ্যে না হয় যেন তা ঝলসানো রুটি,
এ ধরাকে সইতে না হয় গদ্যের অপবাদ।
শিশুর বাসযোগ্য যেন হয় প্রকৃতই বিশ্ব,
পূর্ণ যেন পারে হতে এ বিশ্বের সব নিঃস্ব।
======================
Srimanta Sen,
29/A/1, Bhagirathi Lane,
P.O.- Mahesh,
Dist.- Hooghly,
PIN- 712 202
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন