প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

বিশ্বাস ভঙ্গ ক্ষতবিক্ষত মনন তার
অসহ্য লেগেছিন জীবনের এ হলাহল
রক্তাক্ত হাতে গর্ত খুঁড়ে পৃথিবীর বুক চিরে
তুলে নিয়েছিল মাটি একতাল
আদল দেবে বলে নিজ ভাবনায়।
জীবনের কাছে তার মস্ত নালিশ
সে জানতে পেরেছিল পৃথিবীর অসুখ----
সে দেখেছিল আকাশের ওপারে আকাশ
জীবনের ওপারে জীবন বাতাসের ওপারে বাতাস।
সে জানতে চেয়েছিল, এতদিন কোথায় ছিলে?
সে বাঁচতে চেয়েছিল সুদূর দিগন্তে
সবুজ বনানী মাঝে ওই নির্জন দ্বীপে।
সে ছিল সুদূরের অন্বেষণে নতুন জীবনের আশে
জীবন বোধের মুক্ত অঙ্গনে।
প্রতিশ্রুতি ছিল এনে দেবে নতুন পৃথিবী
সুচেতনার চেতনার প্রত্যুষে কবিতার প্রাঙ্গণে,
ভাষা পাবে নতুন ভাবনা ভৈরর গানে।
দুঃখের মধ্যে সুখের আলোর চ্ছটা
ভারাক্রান্ত মন হালকা হয় কবিতার মূর্চ্ছনায়
ধূসর বনানী মাঝে সে দেখে কচি কলাপাতা সবুজ
আকাশের নীলিমায় নম্র আলোর উত্তাপ।
===========
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন