Featured Post
দুটি কবিতা ।। রবীন বসু
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
দুটি কবিতা ।। রবীন বসু
রক্ত-অভিশাপ
স্তব্ধ হয়ে আছে রাত, কালো বাদুড়ের ওড়াউড়ি
পৃথিবী ঘুমিয়ে গ্যাছে, নির্ঘুম লাঞ্ছনা-ক্ষত নিয়ে
তুমি জেগে আছো শুধু; মৃত্যুও আসবে কাছে–
শীতল স্পর্শ দিতেই শরীরে আগুন জ্বেলে ধরো
ক্রোধান্বিত চারিপাশ, বাদুড়ের ডানা পুড়ে যাবে
অগ্নিদগ্ধ পোড়া ছাই মধ্যরাতে ওড়াবে আকাশ
প্রতিবাদ প্রতিধ্বনি হতে হতে—বাদুড়ের বংশ
নির্বংশ হবেই হবে, এই অভিশাপ দিয়ে গেলে
রাত্রির আকাশ সাক্ষী দেখে যাক ভোর-জমায়েত
তোমার রক্তের দাগ শোধ নেবে তীব্র প্রতিবাদে !
মেরুদণ্ড
তোমার শরীরে ছিল ক্লান্তির ঘাম।
ছিল আরো কিছু—
রক্ত আর লাঞ্ছনার দাগ।
হিমঘুমে শুয়েছিলে তুমি
স্বপ্ন ছিল না কোথাও—
ছিল শুধু দলবদ্ধ হিংসা
আর ভয়ের শাসানি।
আগুনে শুয়েছিলে মেয়ে।
আগুন জ্বালিয়ে দিলে মধ্যরাতের পথে।
শীতল ঘুম থেকে শিরদাঁড়া সোজা রেখে
উঠে দাঁড়ায় প্রতিবাদ।
একটি মৃত্যু ঘিরে আমাদের লাভ হল কিছু।
ঘুণেধরা মেরুদণ্ড
অন্তত কিছুটা সোজা তো হল!
••••••••••••••••••
রবীন বসু
১৮৯/৯, কসবা রোড, কলকাতা - ৭০০০৪২
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন