কবিতা ।। কবিতার ছুটি ।। সুভাষ সিংহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। কবিতার ছুটি ।। সুভাষ সিংহ


আমি আর লিখবো না কবিতা 
অসংখ্য কবির ভীড়ে 
আমার আঙুল সরে না আর 
উপোসী মনে ব্যথার ঝংকার।
শব্দরা কোথায় হারিয়ে গেছে 
একঘেয়েমির রংমিলান্তে আমি ক্লান্ত,
অজস্র বানান ভুলে দিগভ্রষ্ট পথিক
চারিপাশে কত কবি করছে থিকথিক।

আমি আর লিখবো না কবিতা 
কত কবিতা হারিয়ে গেছে 
কেউ মনে রাখেনি, কেউ কি পড়েছে কখনো 
বিষ্ময় জাগে, ভ্রম মনে হয় সব স্বপ্ন।
বড় আশা ছিল মনে, বড় কবি হবো
দেখিনি সেদিন ভাগ্যবিধাতার হাসি
সহস্র কবির ভীড়ে তুচ্ছ নগণ্য আমি 
আত্মগরিমায় উজ্জ্বল কত কবি নামীদামী।

আমি আর লিখবো না কবিতা 
কবিতা দিলাম আজকে তোমায় ছুটি,
মেলাতে গিয়ে সত্যি ক্লান্ত আমি 
রোজ কবিতার ভীড়ে আসল কবি অস্তগামী।

==========================

সুভাষ সিংহ 
আমলাগোড়া, পশ্চিম মেদিনীপুর 

No comments:

Post a Comment