কবিতা ।। শীত ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। শীত ।। প্রতীক মিত্র

 

শীত 

প্রতীক মিত্র


শীত ফিরে এলে

ঝরা পাতা জমা স্মৃতি সিঁড়ি থেকে

উঠে আসে সেইসব ছবি

যাদের ভুলে গিয়েছিলাম

যাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম অনেক আবেগ অনেক দুঃখের

গভীরতা সাঁতরে

গায়ে হেলে যাওয়া রোদ আর একলা দীর্ঘ ছায়াদের উদাসীনতা;

গুটিসুটি মেরে থাকা আধখানা আখ্যান

আর গায়ে বোরোলিনের সুরভি

কথা সেঁকে কথা

ঝুপ করে নেমে আসা নীরবতা আর অন্ধকার

থেকে সুরঙ্গ যা টেনে নিয়ে যায় অপেক্ষা অবদি;

শীত ফিরে এলে

তুমিই শুধু বোধ হয় রমণের দলে

আমি চিত্রিত হই গোটাটাই

বিষাদের মনোক্রমে

শীত ফেরে

যে দুরত্ব বিস্মৃত ছিল

সেও আবার সজীব হয়ে ওঠে

ফিসফিসিয়ে উচ্চারিত হয় একে অন্যের নামঠোঁটে

সাঁতরানো কি তবে আমার আবারো দরকার

আরো অনেক গভীরে?

=================

প্রতীক মিত্র

কোন্নগর, 

 

No comments:

Post a Comment