কবিতা ।। শীত এখন শহর জুড়ে ।। ঋতম পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। শীত এখন শহর জুড়ে ।। ঋতম পাল


শীত এখন শহর জুড়ে

ঋতম পাল


বুক করে দুরুদুরু, শীতল হাওয়া বইছে উত্তরে, 
ক্রমশ পারদ নামছে তাই হিমাঙ্কের নীচে;
শীত এখন শহর জুড়ে। 

এক কাপ চায়ে উষ্ণতার আঁচে, 
শিশির বিন্দু টুপটাপ করে ঘাসের ডগায় ঝরে;
শীতের সৌন্দর্যে আবেশিত তিলোত্তমা, 
আবৃত আজ কুয়াশার চাদরে। 

শীতের বাজার নজরকাড়া, 
স্বাদ ভোলানো সবজির আনাগোনা;
কমলালেবু আর খ্রিস্টমাস কেক ছাড়া, 
শীতকাল কখনোই সম্পূর্ণ হয় না। 

বার্ষিক পরীক্ষার শেষে শীতের ছুটি, 
আলতো মিঠে রোদে আলসেমি দুপুর;
রাতের বেলা আগুন পোহানোতে, 
নস্টালজিয়ার ছোঁয়ায় শীতের আমেজ ভরপুর।

==============

ঋতম পাল
৫/২/H/১, কাশীপুর প্রাণনাথ চৌধুরী লেন 
কলকাতা- ৭০০০০২


No comments:

Post a Comment