কবিতা ।। পরিণতি ।। চন্দন দাশগুপ্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। পরিণতি ।। চন্দন দাশগুপ্ত

পরিণতি

চন্দন দাশগুপ্ত 


বাড়িতে ক'দিন চলছিল লাগাতার অশান্তি,
আমি একা, অন্যদিকে মা-ছেলে,
ছেলেটা এবার কলেজে ঢুকেছে,
তার একখানা বাইক চাই, 
তা-না হলে নাকি তার মান থাকেনা,
আমি বুঝিয়েছিলাম,
পড়াশোনার জন্য বাইক লাগে না,
কিন্তু সে মানতে চায়নি,
তার মা-ও ছিল তারই পক্ষে,
বলেছিল, "তুমি আসলে হাড়-কিপটে !"
হয়তো সেটাই সত্যি,
ভেবে দেখা হয়নি সেদিন। 

তারপর বাড়িতে এল নতুন বাইক, 
ঘটা করে মন্দিরে পুজো দেওয়া হল,
বাড়িতে এল আনন্দের বান.....

তিনদিন কেটেছে মোটে,
আজ মর্গে গিয়ে ছেলেকে সনাক্ত করলাম,
না না, একটু ভুল হল,
ছেলেকে নয়, ছেলের ডেডবডিকে,
লরিটা চাপা দিয়েছিল বেপরোয়া বাইকটাকে.....

আর কখনো আমার বাড়িতে অশান্তি হবে না...

===============
চন্দন দাশগুপ্ত 
সি/৩০/১, রামকৃষ্ণ উপনিবেশ, রিজেন্ট এস্টেট, 
কলকাতা--৭০০ ০৯২

No comments:

Post a Comment