ছড়া ।। সুব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

ছড়া ।। সুব্রত দাস

ছড়া

সুব্রত দাস


আগঝুম ঝুম, বাগঝুম ঝুম
লাগঝুম ঝুম দোল-
লাল টুকটুক জবা কুসুম 
তুললো কী হিল্লোল !

মোমবাতি আর মাটির প্রদীপ 
সঙ্গে আকাশবাতি,
ঝলমলালো আঁধার মুছেই 
আলোকমালায় রাতই !

লাবডুব লাব, টুবলাব ডুব
চড়কা রকেট তুবড়ি,
দুম ফুটফাট, ঘুম ছুটছাট 
ভরলো খুশির চুবড়ি !

রঙদড়ি আর রঙমশালের 
আঁধারমানিক আলো,
কচিকাঁচা ফুলকুঁড়িদের 
মন করে দেয় ভালো !

             ****

সুব্রত দাস 
কেশবপল্লী, ৩১/১, গোবিন্দ সেন রোড,
গরিফা, পোঃ রামঘাট, সূচকঃ ৭৪৩১৬৬,
উওর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment