বিচার কবে পাবো
কার্ত্তিক চন্দ্র সরকার
আর জি করের বোনটি আমার
হারিয়ে গেলি কোথায়
যেথায় থাকিস ভালো থাকিস
আর ফিরিসনা বাংলায়
স্বপ্ন তোর হারিয়ে গেছে
আর জি করের মর্গে
এখন উড়বে শুধু কালো ধোঁয়া
চিল শকুনের স্বর্গে
কামদুনি আর যাদবপুরের
আরো অনেক ভাই বোন
নরপশুদের হাতে বলি
হচ্ছে অনুক্ষণ
কালো মেঘে আকাশ ঢাকা
এখন কোথায় যাবো
আলোর দিশা কোথায় বলো
সঠিক বিচার কবে পাবো।
No comments:
Post a Comment