কবিতা ।। শেষকৃত্য ।। রানা জামান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। শেষকৃত্য ।। রানা জামান

শেষকৃত্য

রানা জামান


পিশাচের পাল্লা কিভাবে যে ভারি হয়ে
কোমল উরুর বাড়াবাড়ি মেলা
নিশ্ছিদ্র ছাকুনি দালালি করে নি রত্তি
উপরন্তু মাইক্রোস্কোপে পিঁপড়ের চোখ
খেলেছে নিবিড় খেলা

নিশ্চিন্তের বীজ অঙ্কুরিত হয়ে গেলে
জীবাণুর পাল শিউরে দিচ্ছে দেহ
যতবার দেখি তাতে
কিভাবে পোকার আবির্ভাব হলো
সুস্বাদু খাদ্যের পাতে
রাত্রিকে নির্ঘুম রেখে দীঘি সেচতে গিয়ে
কেটে যাই দাঁত দাঁতে

পারিষদবর্গ চক্ষু চড়কগাছে রেখে
দেখে একে অপরের দিকে
বিভীষণের চালাকি সত্যের পর্দায়
লোভ মেখে করে রাখে ফিকে

এতো প্রত্যাশার কামিনী বৃক্ষের
অযুত ফুলের অনাবিল ঘ্রাণ
পাবার আকাঙ্খা সীমাহীন
মুক্ত পরিবেশে সকলের কাজ
লোকের মঙ্গলে বাঁধাহীন স্রোত
হয়ে বইবে অহোরাত্র বীমাহীন

কাণ্ডারি বিভোর থাকায় শনাক্ত
না হয়ে নিপুণ খেলে বিভীষণ নিত্য
জীবনযাপন নিত্য সাঁড়াশির মতো
চেপে নিংড়ে নিয়ে যাচ্ছে সব পিত্ত
জনতা দ্বিধায় পিশাচ বিনাশ হবে, নাকি
শুরুতেই হবে বিপ্লবের শেষকৃত্য?

No comments:

Post a Comment