কবিতা ।। পরিযায়ী বৃষ্টি ।। সন্দীপ ভান্ডারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। পরিযায়ী বৃষ্টি ।। সন্দীপ ভান্ডারী

পরিযায়ী বৃষ্টি

সন্দীপ ভান্ডারী 


পরিযায়ী বৃষ্টি তুমি বিষণ্ণতার প্রদীপ,
ঘুমের ভেতর দুঃখ পোষ, ক্ষতর চিহ্ন আঁকো।
তোমার দেওয়া ডাক নামেরা রোজ বাঁচে রোজ মরে,
তুমি কি পাও শুনতে তাদের হৃদয়ের কলতান।
স্মৃতির উপর স্মৃতি,ভরসার খাতায় জমা ধূলা,
একজোড়া দুঃখ বিলাস অশ্রু প্রতীক্ষার প্রহর গোনা।
হিমের পড়শের ছোঁয়ায় তোমার মনের কিনারায় আমি অবেলার ফুল,
নিরব প্রত্যাশায় গল্প লেখার অপেক্ষা যেন আজ সবই ভুল।
প্রিয়তম নৌকার নূতন মাঝিরে আজ দিও রক্ত গোলাপ ,
অলিখিত উপন্যাসের সবকিছুই সুন্দর, অনুভূতিগুলি শুধু মিথ্যের সংলাপ।।




No comments:

Post a Comment