দুটি কবিতা ।। আশীষ কুমার বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

দুটি কবিতা ।। আশীষ কুমার বিশ্বাস


দুটি কবিতা ।। আশীষ  কুমার  বিশ্বাস

আশ্বিনের শেষ

 উমার বিদায় 
আশ্বিনের শেষের পর্যায়  
শীতের আগমন ঘটবে।

থরে থরে শিউলি, মাটিতে পড়ে
গন্ধে  ভাসছে মন।
এলো-মেলো সিঁধুর ছেঁটানো বিজয়া।

ছোট্ট মেয়েটি মায়ের হাত ধরে
পুকুর পাড়ে, উমা ভাসছে।
সাদা বক ভয় পেয়ে উড়ে যায়
কেউ যদি মেরে দেয় তাকে !

মায়ের অ-রন্ধন চলছে
"অভয়া" বিচার পায়নি ।
নীলকণ্ঠ পাখি কি আবার ফিরবে
আগের মতো !

রক্তের নির্যাস নিয়ে শুয়ে আছে
কত  শিশু ও নারী  
সুবিচারের আশায় !

নাটাগড়ের কথা মনে পড়ে
পুজো হয়নি যে বাড়িতে।

আবার আশ্বিন আসবে।


প্রকাশিত  কবিতা

একটা কবিতা
তাঁর ভালো লাগা, মন্দ লাগা।

তারপর প্রিন্টিং প্রেস
অচেনা প্রচ্ছদ
তাঁর জন্ম, লিটিল ম্যাগজিন।

একটা যুদ্ধ জয় 
প্রকাশিত কবিতা
বার বার তাঁর ওপর চোখ বোলানো।

মনে কবি হওয়ার শখ জাগে 
রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল, সুকান্ত
মনের গভীরে সুপ্ত বাসনা।

আবার কলম-কাগজ, নির্জনে চিন্তা
ভাবনার গোড়ায় শিকড় গজানো।

অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে
নতুন লাইন।
আরো একটা কবিতার জন্ম ।

ঠিক এই ভাবেই -- আরো একটা
কিংবা অন্য ভাবে
আরো একটা।


No comments:

Post a Comment