Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

অণুগল্প ।। পুত্রান্ দেহি ।। মিঠুন মুখার্জী

পুত্রান্ দেহি

মিঠুন মুখার্জী 


ডাক্তার অরিন্দম ঘোষ অর্পিতা মুখার্জীকে সেদিন বলেছিলেন --- " আপনি একটি ছেলে নেওয়ার জন্য এই নিয়ে তিন বার সিজার করার মতো ঝুঁকি নিয়েছেন। যদি ছেলে না হয়, তবে কি চতুর্থবারও আপনারা চেষ্টা করবেন? আপনাদের চিন্তা-ভাবনার ভুলের জন্য জীবনের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। ছেলে - মেয়েতে ভেদাভেদ করেন কেন? মেয়েদের কি সংসারে প্রয়োজন নেই?" ডাক্তারের কথা শুনে অর্পিতা বলেন--- " ডাক্তারবাবু আমার তো আর বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল না। শাশুড়ি আমায় বলেছিলেন, 'ছেলে দিতে না পারলে এ সংসারে তোমার ঠাঁই হবে না।' তাইতো এবারও।" ডাক্তার অরিন্দম বুঝেছিলেন এখনো শাশুড়িদের দাবি মেটাতে বাংলার অসংখ্য মায়েদের জীবনের বলিদান দিতে হয়। এই সমাজ ব্যবস্থা কবে পাল্টাবে!!
        অর্পিতার স্বামী ডাক্তার অরিন্দমকে আড়ালে ডেকে বলেছিলেন --- " আপনার যত টাকা লাগে আমি আপনাকে দেব ডাক্তারবাবু, কিন্তু যেমন করেই হোক আমায় একটা ছেলে সন্তান দিতেই হবে। আমার এর আগে দুটো মেয়ে রয়েছে তা তো আপনি জানেন। আমার কোটি টাকার সম্পত্তি রক্ষা করার মতো একজন ছেলের প্রয়োজন। তা না হলে আমার বৌকে মা পুনরায় সন্তান নেওয়ার জন্য মানসিক চাপ সৃষ্টি করবেন। আমরাও আর পারছি না।" সমীর বাবুর কথা শুনে ডাক্তারবাবু বলেন --- "সন্তান ছেলে না মেয়ে হবে তা একমাত্র ভগবান  জানেন। আমরা উপলক্ষ মাত্র। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপনাদের সংকীর্ণ চিন্তা- ভাবনা দেখে অবাক হচ্ছি। আপনারা আপনাদের মাকে বোঝান যে, এখন মেয়েরাও ছেলেদের থেকে কোনো অংশে কমতি নেই। তারা ছেলেদের থেকেও অনেক এগিয়ে যাচ্ছে।" মেয়েরাই যে মেয়েদের এগিয়ে যাওয়ার পথে মূল অন্তরায় তা ডাক্তার অরিন্দম ভালোমত বুঝতে পেরেছিলেন।
       অবশেষে ডাক্তারের হাতদুটো ধরে সমীর বাবু বলেছিলেন---"ইউএসজি করে আপনারা তো বুঝতে পারেন সন্তান ছেলে না মেয়ে। আমায় শুধু সেটুকু আপনি বলে দিন, তাতেই হবে।" এবার ডাক্তারবাবু রেগে গিয়ে বলেন --- " আমায় ক্ষমা করবেন আপনি। আগে থাকতে লিঙ্গ নির্ধারণ আইনত অপরাধ। আমি একাজ করতে পারব না। কেন বিষয়টা বোঝার চেষ্টা করছেন না! আপনি চাইলে আপনার বৌয়ের সিজার অন্য জায়গায় করাতে পারেন।" এরপর ডাক্তার চলে যান। অর্পিতা মুখার্জী ও সমীর মুখার্জী খুবই টেনশনে পড়ে যান।
     সমস্ত টেনশনের অবসান ঘটিয়ে সাড়ে নয় মাসে অর্পিতা দেবী একটি পুত্র সন্তান জন্ম দেন। এই সংবাদ শুনে সমীরবাবু আনন্দে কেঁদে ফেলেন। সত্যিই প্রত্যেক সংসারে একটি ছেলে যে কত প্রয়োজন তা যাদের নেই তারা বোঝেন। একটি মেয়ে ও একটি ছেলে একটা সুখী পরিবারে খুবই প্রয়োজন। একটি না থাকলে অন্যটির গুরুত্বকে বোঝা যায় না।

=============================

              মিঠুন মুখার্জী
             গ্ৰাম - নবজীবন পল্লী
             পোস্ট + থানা - গোবরডাঙ্গা
             জেলা - উত্তর ২৪ পরগনা
             পিন - ৭৪৩২৫২


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত