সৌন্দর্যের উন্মেষ
বিশ্ব প্রসাদ ঘোষ
পরের মাসে অবসর নেবে
এরকম একজন পুলিশ কর্মী,
অবাক হয়ে রাতের আকাশ দেখছিল--
(এতদিন যে চোখ শুধুই লরির হেডলাইট
বা ওই ধরনের কিছু দেখেছে।)
তার অপ্রস্তুত দর্শন ইন্দ্রিয়
সৌন্দর্যের স্বাদ পেয়ে কিছুটা বিব্রত, বিস্মিত
আপনারা কেউ পারলে দয়া করে
তাকে একটু বোঝান যে পৃথিবী
এখনও অনেকটা লাবণ্যময় ও বিশাল,
কিছুই সেখানে থেমে থাকে না---
=================
বিশ্ব প্রসাদ ঘোষ স্বপ্ন নীড় কেষ্টপুর সুকান্ত পল্লী কলকাতা- 102
No comments:
Post a Comment