পাড়ানী
প্রণব কুমার চক্রবর্তী
হাসি-কান্না, সুখ-দুঃখ সব্বাইকে একসঙ্গে
একই নৌকার পাটাতনে বসিয়ে
ইচ্ছে ছিলো
নিয়ে যাবো এক স্বপ্নের দেশে
অমল আলোয় ভাসিয়ে
আমাদের সেই চলার পথে
দাঁড়িয়ে থাকা হিংসা, জরা আর মৃত্যু
আমাকে ডাকছে হাততালি দিয়ে
উচাটন আমি
ঠিক তখনই শুনতে পাচ্ছি ঠাকুমার কণ্ঠস্বর
দাওয়ায় বসে গাইছেন রামধুন সঙ্গীত
ধান দূর্বা হাতে নিয়ে....
=================
প্রণব কুমার চক্রবর্তী
এইচ এন রোড, গোল বাগান, কুচবিহার
পিন ৭৩৬১০১
No comments:
Post a Comment