কবিতা ।। ভালোবাসা ।। অরুণ কুমার দাঁ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। ভালোবাসা ।। অরুণ কুমার দাঁ

ভালোবাসা 

অরুণ কুমার দাঁ 


নরম ঘাসে পা ফেলে ফিরে যাচ্ছে দিন 
ঘাস-ফড়িং খেলা শেষের ক্লান্ত শরীর 
দিগন্তে দিক ভুল করে দাঁড়িয়ে দিবাকর 
ছায়া ফেলে জলে আর জঙ্গলে।
প্রেমিকার হাতে কয়েকটি শব্দ লেখে 
কবিতার মতো যুবক, হেঁটে যায় পথ --
পথের ধুলো উড়ে বিরহ-ব্যঞ্জনায়!
উঁকি মারে চাঁদ, প্রেমিকার মুখের মতো 
উজ্জ্বল জ্যোৎস্না অমাবস্যা বিদায় রজনী 
ফিরে ফিরে আসে স্মৃতির সরল সোপান।
শিখরে দু'হাত মেলে দাঁড়িয়ে থাকে প্রত্যাশা 
জীবনে যেমন ছড়িয়ে থাকে ভালোবাসা।

No comments:

Post a Comment