গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন


দীক্ষা


পরের ধনের পোদ্দারিতে আমি সিদ্ধ হস্ত
নানান তর কাজের নিদান আমার ওপর নস্ত,
টুসকি মেরে তোমার পকেট করছি কেমন শূন্য 
যম থাকছে অনেক দূরে আমার এমন পূণ্য।

যখন তখন বাজিয়ে চলি বিদায় বেলার বাদ্য
থামতে বলার নিদান দেবার নেইত কারো সাধ্য,
পাড়ার ভেতর ঢুকলে আমি সবার কাঁপে গাত্র
কোনো রকম আদিখ্যেতা সই'না তিলমাত্র।

আমার গুরু দিয়ে গেছেন জবর এমন শিক্ষা
সবাই এসে করুণা  চায় এমন পরম দীক্ষা।
কাজের কথা বলছি শোন শুনলাম এই মাত্র
দিনে দিনে কমছে কেন আমার পাঠের ছাত্র! 

প্রেম


প্রেম কি তোমার কাছে এসে
বারে বারে ভালবেসে
ঘুমিয়েই থাকে,
আকাশ ভরা তারায় তারায় 
পাকে পাকে গন্ধ ছড়ায়
ও কাছে ডাকে।

প্রেম কি তোমার কাছে
পৃথিবীর ন্যায় সতত চঞ্চল
প্রেম কি তোমার কাছে
বারবার নিয়ে আসে 
বিষাদে মিশ্রিত অশ্রুজল।

এখন কবিতা সব
নানাl ভাষ্য শুনে মাথা করে নত
এখন কবিতা তার
নতুন শাড়ির ভাজে সদাই বিব্রত।

তাই কি একলা এক বিষাদের সিড়ি ভেঙে
দর্পণের কাছে চলে যাই 
অ্যালবামে ছবি সাটি বারবার দেখি
যদি সেই পরিচিত গন্ধ খুঁজে পাই।

  শান্তি

                                                                                                         
শান্তি খুঁজে খুঁজে হয়রান।

চলুন না একটু মন্দির মসজিদ বা মণ্ডপে।
যদি তাকে পাওয়া যায়।

এদিকে বেজে উঠেছে আহ্বানের ঘণ্টা,
জোর কদমে তৈরি চলছে ভোট - মেশিন
কালি আর কাগজপত্র।
ঘুরে ঘুরে দেখছে সঠিক ঠিকানায় সঠিক লোক আছে কি না,
একটু সুযোগ পেলেই নাম কেটে দিচ্ছে।

এই সঠিক লোক গুলো যেন সোজা রাস্তায় চলে আর উল্টো পাল্টা জীবনমুখী গান যেন না গায়, দেখার জন্য প্রস্তুত - রক্ষাকারী'রা।

শান্তি ফিরে এলো বলে।


প্রমাণ


শুনুন প্রমাণ ছাড়া কোন পদক্ষেপ নেওয়া যায় না
তাই বলি কিছু একটা প্রমাণ নিয়ে আসুন 
তখন দেখবো আমরা কি করতে পারি।

কি বললেন ? প্রমাণ কোথায় পাবেন ?
তাহলে একটু বুঝিয়ে বলি -
এক আর এক যোগ করলে দুই হয় জানেন ত,
কিন্তু বিয়োগ করলে ?
তাহলে কি বুঝলেন দুই ও যা শূন্য ও তাই
এটাকেই প্রমাণ বলে।

এই রকম একটা প্রমান দিলেই আপনার সম্পত্তি
আপনি ফেরত পাবেন 
নাহলে মহামান্য আদালতে শুনানির পর শুনানি দুই চার শূন্য এক
সব একাকার করে খিচুড়ি পাকিয়ে 
বর্ষার রাত্রে ডিম ভাজা বেগুন ভাজার সাথে খেতে থাকুন।

মন্দ লাগবে না।
সম্পত্তি আজ আছে কাল নেই,
প্রমাণ অবিনশ্বর।

=================

সুশান্ত সেন
শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০


No comments:

Post a Comment