Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন

গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন


দীক্ষা


পরের ধনের পোদ্দারিতে আমি সিদ্ধ হস্ত
নানান তর কাজের নিদান আমার ওপর নস্ত,
টুসকি মেরে তোমার পকেট করছি কেমন শূন্য 
যম থাকছে অনেক দূরে আমার এমন পূণ্য।

যখন তখন বাজিয়ে চলি বিদায় বেলার বাদ্য
থামতে বলার নিদান দেবার নেইত কারো সাধ্য,
পাড়ার ভেতর ঢুকলে আমি সবার কাঁপে গাত্র
কোনো রকম আদিখ্যেতা সই'না তিলমাত্র।

আমার গুরু দিয়ে গেছেন জবর এমন শিক্ষা
সবাই এসে করুণা  চায় এমন পরম দীক্ষা।
কাজের কথা বলছি শোন শুনলাম এই মাত্র
দিনে দিনে কমছে কেন আমার পাঠের ছাত্র! 

প্রেম


প্রেম কি তোমার কাছে এসে
বারে বারে ভালবেসে
ঘুমিয়েই থাকে,
আকাশ ভরা তারায় তারায় 
পাকে পাকে গন্ধ ছড়ায়
ও কাছে ডাকে।

প্রেম কি তোমার কাছে
পৃথিবীর ন্যায় সতত চঞ্চল
প্রেম কি তোমার কাছে
বারবার নিয়ে আসে 
বিষাদে মিশ্রিত অশ্রুজল।

এখন কবিতা সব
নানাl ভাষ্য শুনে মাথা করে নত
এখন কবিতা তার
নতুন শাড়ির ভাজে সদাই বিব্রত।

তাই কি একলা এক বিষাদের সিড়ি ভেঙে
দর্পণের কাছে চলে যাই 
অ্যালবামে ছবি সাটি বারবার দেখি
যদি সেই পরিচিত গন্ধ খুঁজে পাই।

  শান্তি

                                                                                                         
শান্তি খুঁজে খুঁজে হয়রান।

চলুন না একটু মন্দির মসজিদ বা মণ্ডপে।
যদি তাকে পাওয়া যায়।

এদিকে বেজে উঠেছে আহ্বানের ঘণ্টা,
জোর কদমে তৈরি চলছে ভোট - মেশিন
কালি আর কাগজপত্র।
ঘুরে ঘুরে দেখছে সঠিক ঠিকানায় সঠিক লোক আছে কি না,
একটু সুযোগ পেলেই নাম কেটে দিচ্ছে।

এই সঠিক লোক গুলো যেন সোজা রাস্তায় চলে আর উল্টো পাল্টা জীবনমুখী গান যেন না গায়, দেখার জন্য প্রস্তুত - রক্ষাকারী'রা।

শান্তি ফিরে এলো বলে।


প্রমাণ


শুনুন প্রমাণ ছাড়া কোন পদক্ষেপ নেওয়া যায় না
তাই বলি কিছু একটা প্রমাণ নিয়ে আসুন 
তখন দেখবো আমরা কি করতে পারি।

কি বললেন ? প্রমাণ কোথায় পাবেন ?
তাহলে একটু বুঝিয়ে বলি -
এক আর এক যোগ করলে দুই হয় জানেন ত,
কিন্তু বিয়োগ করলে ?
তাহলে কি বুঝলেন দুই ও যা শূন্য ও তাই
এটাকেই প্রমাণ বলে।

এই রকম একটা প্রমান দিলেই আপনার সম্পত্তি
আপনি ফেরত পাবেন 
নাহলে মহামান্য আদালতে শুনানির পর শুনানি দুই চার শূন্য এক
সব একাকার করে খিচুড়ি পাকিয়ে 
বর্ষার রাত্রে ডিম ভাজা বেগুন ভাজার সাথে খেতে থাকুন।

মন্দ লাগবে না।
সম্পত্তি আজ আছে কাল নেই,
প্রমাণ অবিনশ্বর।

=================

সুশান্ত সেন
শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত