কবিতা ।। এসো করি অঙ্গীকার ।। সঞ্জয় বৈরাগ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। এসো করি অঙ্গীকার ।। সঞ্জয় বৈরাগ্য

এসো করি অঙ্গীকার 

সঞ্জয় বৈরাগ্য


রক্ত দিয়ে লেখা যে মোদের দীর্ঘ সংগ্রামী পথ
রক্তের বিনিময়ে ছুটেছে যে, দেশের স্বাধীনতা'র বিজয়-রথ।
দেশমাতৃকার শৃঙ্খলমোচনে কত শহীদের গেল প্রাণ
রক্ত দিয়ে, আমরা তাদের রাখবো রক্তের মান।
"Give Blood and keep the world Beating".
করুণ চোখে তাকিয়ে মুমূর্ষু ঐ,
বাঁচার একটু আর্তি নিয়ে
এসো না তাদের জীবন বাঁচাই
অমূল্য একফোঁটা রক্ত দিয়ে।
রক্ত দান যে এক মহৎ দান
এক ফোঁটা রক্তে বাঁচে, কতশত প্রাণ।
একের রক্ত হোক শতেকের জীবন
রক্তই হোক না আত্মার বাঁধন।
রক্তের গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার, নোবেল জয়ী বিজ্ঞানী 
আমরা তাঁর কাছে রইব আজীবন ঋণী।
'রক্ত দিয়ে বাঁচাবো জীবন, বাঁচাবো অমূল্য প্রাণ' -- 
এসো হাতে হাত রেখে আজ, করি এই অঙ্গীকার।





No comments:

Post a Comment