কবিতা ।। অগ্রহায়ণ ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। অগ্রহায়ণ ।। মাথুর দাস


অগ্রহায়ণ

মাথুর দাস


অগ্র মানে প্রথম আর হায়ণ মানে বছর,

এই ভাবে হয় যে-মাসের নামকরণ–

বুঝতে হবে সে মাসেই শুরু নতুন বছর,

এক কালে সে মাসে হতই বর্ষবরণ।


নতুন ধান্যে হয় নবান্ন এবং লক্ষ্মীপুজো,

বিশেষত এই মাসকে বলি যে 'লক্ষ্মীর মাস'–

চাষীর জীবন-ইতিহাসে অর্থটি তার খুঁজো,

এ সময়ের জন্য যে তার অপেক্ষা বারোমাস।


ধার দেনা আর দাদন ছিল এক সময়ের ভীতি,

মহাজন আর খাজনাদারের মুহুর্মুহু চাপ–

ভিন্ন রূপে হয়তো আছে এখনও সে সব রীতি,

না দিলে তার শাস্তি কড়া, নেইতো কোন মাফ।


সোনালি ধানের মর্যাদাটি বুঝবে না কেউ অন্য,

কনক ধান্য কত যে মান্য কৃষক কুলের কাছে!

পিঠে পায়সে নবান্ন উৎসব পালিত হয় অনন্য,

চাষীর অভাব দূর হয় কিছু ঠিক অঘ্রাণ মাসে।


******************************


মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

******************************

No comments:

Post a Comment